আজকাল ওয়েবডেস্কঃ অটো চালকের চড়ে মৃত্যু হল গোয়ার প্রাক্তন বিধায়ক লভু মামলেদারের(৬৮)। জানা গেছে শনিবার বিকেলে কর্ণাটকের বেলগাভিতে এক অটো-রিকশাচালকের সাথে বচসার জেরে আচমকাই তাঁর ওপর আক্রমণ করে অটো চালক।
পুলিশের মতে, ঘটনাটি ঘটে যখন মামলেদার (৬৮),খাদে বাজারে শ্রীনিবাস লজে একটি হোটেল বুক করেছিলেন। তাঁর গাড়িটি একটি সরু গলিতে ঢুকছিল, সেই সময়ে একটি অটো-রিকশার সাথে ঘষা লাগে বলে অভিযোগ। যার জেরে দুই পক্ষের মধ্যে বচসার সূত্রপাত। বচসা চরমে উঠলে যখন অটো-রিকশা চালক মামলেদারকে সজোরে চড় মারে। পরে গোয়ার পন্ডা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস বিধায়ক তাঁর লজের সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন এবং তাকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়, মৃত্যুর সঠিক কারণ জানতে।
পুলিশ মামলেদারের লজের কাছাকাছি ইনস্টল করা সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করার পরে অভিযুক্ত অটো-রিকশা চালককে গ্রেপ্তার করা হয়েছে। মামলেদার ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত পন্ডা আসন থেকে বিধায়ক ছিলেন।
